বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ০৯:১৯:৫২

আবারও আসছে নিম্নচাপ ও ঘুর্ণিঝড়, বন্যার আশঙ্কা

আবারও আসছে নিম্নচাপ ও ঘুর্ণিঝড়, বন্যার আশঙ্কা

এমটিনিউজ২৪ ডেস্ক : সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি (অক্টোবর) মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

ভারী বৃষ্টির কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে।

আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে চলতি মাসের আবহাওয়ার সম্ভাব্য এমন চিত্র তুলে ধরা হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও রয়েছে।  

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারা দেশে ৩ থেকে ৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে। তাপমাত্রা কমলেও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। অক্টোবর মাস হওয়ায় স্বাভাবিকভাবেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে কমলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এদিকে, কয়েকদিন কম থাকার পর অক্টোবরের প্রথম দিনেই (মঙ্গলবার) দেশে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে