এমটিনিউজ২৪ ডেস্ক : অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ইলিশ মাছ নিয়ে দেশে ফেরার সময় সিলেটের কোম্পানিগঞ্জ থেকে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী ভোলাগঞ্জ বাজারের দক্ষিণ পাশ থেকে শ্রী রশেন্দ্র নামের ওই ভারতীয় যুবককে আটক করা হয়।
তার কাছ থেকে ছয়টি বড় ইলিশ, চারটি বোয়াল মাছ ও টেংরা মাছসহ কিছু বাংলাদেশি টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক রশেন্দ্রের বাড়ি ভারতের চেরাপুঞ্জিতে। তাকে কোম্পানিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি থেকে জানানো হয়েছে।