শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪, ০৮:৩৯:৫৩

ঢাকা থেকে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

ঢাকা থেকে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রাজধানীর একাধিক থানায় মামলা আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

উল্লেখ্য, বিগত ২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে