সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪, ১২:৪০:৪৯

এবার সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা

এবার সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে ধরা

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজার সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় মোহাম্মদ শরীফ নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার সদর উপজেলার পিএমখালী চেরাংঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি ফয়জুল আজীম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শরীফ ও তার সহযোগী মনির খান কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের কাছ থেকে ৩ লাখ টাকা চাঁদার জন্য হুমকিধমকি দিয়ে আসছেন। শুক্রবার সকালে শরীফ পিএমখালী চেরাংঘাট বাজার এলাকায় গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে টাকা চাঁদা দাবি করেন এবং জানান, মনির তাকে পাঠিয়েছেন।

এ সময় স্থানীয়রা শরীফকে ধরে পুলিশে দেন। পরে শনিবার রাতে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। মনিরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

শরীফের বাড়ি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ি এলাকায়। আর মনির খানের বাড়ি একই উপজেলার খুরুসকুল ইউনিয়নের তেতৈয়া সওদাগরপাড়ায়। শরীফ আন্দোলনের সময় অন্যতম সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে