এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেটের ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬টি ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) বিদ্যালয়গুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপন করবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইএমডি শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মহিউদ্দীন আহমেদ তালুকদার বুধবার (৯ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘ইস্টাবলিশমেন্ট ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
তবে কবে নাগাদ সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানতে পারেননি মহিউদ্দীন আহমেদ তালুকদার।