শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ০৭:৩৫:৫৪

বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কমবে, উপায় জানালেন উপদেষ্টা খালিদ হোসেন

বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কমবে, উপায় জানালেন উপদেষ্টা খালিদ হোসেন

এমটিনিউজ২৪ ডেস্ক : মুদ্রপথে হাজীদের পাঠানো গেলে বিমান থেকে ভাড়া ৪০ শতাংশ কমবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিআ’ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাহাজে হাজীদের পাঠানো হলে চার্টার জাহাজ ভাড়া করতে হবে। এটা করতে গেলে আমাদের দুই হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই টাকা যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ঋণ দেয় তাহলে হাজীদের কম খরচে পাঠানো সম্ভব হবে।’

হেফাজতে ইসলামের জেলার সাবেক সহ-সভাপতি আবু তাহের জিহাদীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম মতের মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে। ধর্মে অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার লেখাপড়া করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার। সব অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা সব সময় খোলা এবং আগামী দিনেও এই অধিকার সংরক্ষণ করার জন্য আমরা সচেষ্ট আছি এবং থাকব।’

পুজায় নাশকতার কোন আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গত দু’দিন ধরে শান্তিপূর্ণভাবে পূজা হয়ে আসছে। আমাদের প্রত্যাশা, আশা সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা সম্পন্ন হবে। এ পর্যন্ত আমাদের কাছে বড় ধরনের কোন সহিংসতার খবর নেই। নাশকতার কোনো আশঙ্কা নেই।’

চট্টগ্রামে পূজা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সজল দত্ত নামের এক হিন্দু লোক, কিছু মুসলমান ছাত্রদেরকে পূজা মন্দিরে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। যেন হিন্দু-মুসলিম ঐক্য-মিলন এই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারা এটা করেছেন। আমাদের কাছে দুই ধরনের তথ্য আসছে, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত বক্তব্য পেলে তখন আমরা সরকারিভাবে সেস্টমেন্ট দিতে পারব। ’

তিনি বলেন, ‘এক ধরনের কথা আছে, হিন্দু-মুসলিম ঐক্যের কথা তারা বলে ছেন, শেষে একটা-দুই শব্দ একটি ধর্মের গুণগানের দিকে গেছে। আরেকটি কথা আছে, এটিকে এডিট করে প্রচার করা হয়েছে। যাক এটা নিয়ে ভুল বোঝাবুঝি হযেছে, মানুষ বিব্রত হয়েছে। এই ঘটনায় গতকাল রাতে ডিসি-এসপি ঘটনাস্থলে তারা ছিলেন। আমরা এগুরো মনিটর করেছি এবং থানায় মামলা হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে গণমাধ্যমে দেখেছি। ‘

তিনি বলেন, ‘ডিসি জানিয়েছেন দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি লিখিতভাবে জানালে আমরা বিস্তারিতভাবে জানতে পারব। তবে এটা অনভিপ্রেত ও দু:খজনক। প্রত্যেক ধর্মের মানুষ তার আচরণ-আচরণ ধর্ম তারা নিবিঘ্নে পালন করবে।’

সরকার হজ প্যাকেজ কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে বৈঠক করেছি, তারা ভাড়া কমানোর ক্ষেত্রে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তবে কত কমাবেন তারা তা বলেননি। আমরা আশা করছি হজ প্যাকেজ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে পারব।’

তিনি বলেন, ‘আমরা দুটি হজ প্যাকেজ করতে চাই, একটি হারাম শরীফের কাছে এবং আরেকটি দুই-তিন কিলোমিটার দুরত্বে একটি প্যাকেজ করতে চাই। দুই প্যাকেজেই আমরা আশা করছি উল্লেখযোগ্যভাবে কমাতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে