শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:৩৭:২৬

আমার একটা দাবী আছে: আবু সাঈদের বাবা

আমার একটা দাবী আছে: আবু সাঈদের বাবা

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘আমার একটা দাবী আছে, আবু সাঈদের নামে একটা হল দিবেন, যেখানে ও মারা গেছে সেটা গেইট হবে; তাকে যারা মারছে তাদের দ্রুত বিচার করবেন, তাহলে আমি মরার পর আমার আত্মা শান্তি পাবে।’ কথা গুলো বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পিতা মকবুল হোসেন।

শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান অতিথি ছিলেন।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু সাঈদের বাবা বলেন, ‘আমরা নিম্ন শ্রেণির মানুষ, আমাদের পড়া লেখা নাই। আমার অনেক ছেলে মেয়ে। কেউ পড়াশুনা করে নাই, আবু সাঈদ নিজের চেষ্টায় পড়া শুনা করেছে।

তাকেও তো গুলি করর মেরে ফেললো। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘যারা আমার ছেলের সঙ্গে মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা তাদের মেরেছে তাদের বিচার করতে হবে।’ 

এ সময় আবেক আপ্লুত হয়ে পড়েন উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে