এমটিনিউজ২৪ ডেস্ক : জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার দিবাগত রাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ অবস্থায় খুলনায় মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। শেষ দিন রাতে নগরের ময়লাপোতা সান্ধ্য বাজারে ইলিশের হাট জমে উঠেছে।
এই বাজারে মাইকে বড় বড় ইলিশ ৪৫০ টাকা কেজি বলে ডাকা হয়। কিন্তু কাছে গিয়ে দেখা যায়, ছোট সাইজের। ৫-৬টায় কেজি হয়। ৪৫০ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এটিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ করেছেন কেউ কেউ। আবার এক কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে ইলিশ কিনতে আসা নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, ‘ব্যবসায়ীরা বড় মাছ ৪৫০ টাকা করে মাইকে ডাকলেও কাছে গিয়ে দেখা যায়, আকারে ছোট। এটি এক ধরনের প্রতারণা। আধা ঘণ্টা বাজারে ঘুরে দুই কেজি মাছ কিনেছি। গত মাসে এক কেজি সাইজের ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনেছি, কিন্তু আজ শেষরাতে সেই ইলিশ ১৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।’
সোনাডাঙ্গার বাসিন্দা কাজী মোজম্মেল বলেন, ‘মাছের দাম আজও চড়া। এক কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকায় কিনেছি। দাম কম ভেবে কিনতে ময়লাপোতা সান্ধ্য বাজারে এসে দেখি ভিন্ন অবস্থা।’
মাছ বিক্রেতা আক্তার মোল্লা বলেন, ‘বড় মাছের দাম অনেক বেশি। অনেকের ছোট মাছের দিকে ঝোঁক আছে। অন্য দিনের তুলনায় আজ দাম কম। আমরা ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
বাজারের মাছ ব্যবসায়ী ইমদাদুল হক বলেন, ‘এলসি সাইজের ইলিশের আমদানি নেই। তবে গত কয়েকদিনের তুলনায় মাছের দাম কেজিতে কম আছে আজ। দেড় কেজির মাছ ২২০০-২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজি ও তার চেয়ে কিছুটা বেশি ওজনের মাছ ১৮০০-২০০০, ৫০০ গ্রাম ও তার চেয়ে একটু বড় সাইজের কেজি ১২০০-১৬০০, জাটকা ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০-৭০০ এবং ১৫০-২০০ গ্রাম ওজনের ইলিশ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছি আমরা। এগুলো এতদিন ৫০০-৫৫০ টাকায় বিক্রি হয়েছে।’
ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম বলেন, ‘শেষদিন এলসি বন্ধ থাকায় খুলনার ব্যবসায়ীরা কিছু ইলিশ পেয়েছেন। ইলিশের আমদানি বেশি হলেও দাম তুলনামূলক কমেনি। অনেকে কেনার জন্য দোকানে ভিড় করেছেন। কিন্তু স্বাদ থাকলেও দাম সাধ্যের বাইরে থাকায় অনেকে কিনতে পারছেন না।’
মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। তাই শেষ দিন ইলিশের স্বাদ নিতে খুলনার বাজারগুলোতে মাছ কিনতে ভিড় করেছেন স্থানীয় ক্রেতারা।