মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২২:০২

বুধবার থেকে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

বুধবার থেকে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ফিরতি যাত্রীদের ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে বুধবার থেকে।  ঈদ শেষে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

 
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর যাত্রার টিকিট ২৩ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর যাত্রার টিকিট ২৪ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর যাত্রার টিকিট ২৬ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর যাত্রার টিকিট ২৬ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যাত্রার টিকিট ২৭ সেপ্টেম্বর বিক্রি করা হবে।
 
প্রতিদিন সকাল নয়টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।  একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেয়া হবে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
 
উল্লেখ্য, পবিত্র ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের সুবিধার্থে সোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে