বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১১:১৬:৪০

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী শনিবারের মধ্যে ভারতের উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশে এর তেমন প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে তিন দিন সামান্য বৃষ্টি হতে পারে।

নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই, নিম্নচাপ হিসেবেই এটি ভারতের উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশে এর বড় প্রভাব না পড়লেও বৃহস্পতিবার কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আগামী শুক্রবার বৃষ্টিপাতের বিস্তৃতি খানিকটা বাড়তে পারে। পরদিন শনিবারও কিছুটা বৃষ্টি থাকতে পারে দেশের কোনো কোনো অঞ্চলে। তবে রবিবার থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

বাংলাদেশে নিম্নচাপটির প্রভাব সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বুধবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘নিম্নচাপের তেমন প্রভাব নেই বাংলাদেশে।

বড়জোর হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অঞ্চলে। মূলত শুক্রবারই বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে, তবে দেশের সব অঞ্চলে নয়। ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটের কিছু অংশে বৃষ্টি থাকতে পারে এদিন। শনিবার আবার কিছুটা কমবে বৃষ্টি। এরপর কিছুদিন আবহাওয়া অনেকটা শুষ্ক থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে