শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:৫১:৩৪

সিলেটে হঠাৎ আলুর কেজি কত হলো জানেন?

সিলেটে হঠাৎ আলুর কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। কাঁচামরিচসহ প্রতিটি পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

এমন পরিস্থিতিতে শনিবার বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন। উপজেলার পৌর শহরের ভেতরের বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীরা প্রতিটি পণ্যের দাম কমিয়ে দেয়। বিশেষ করে কাঁচামরিচ ২০০-২২০ টাকা দরে বিক্রি করলেও এসময় ৭০ টাকা কমিয়ে তারা প্রতিকেজি বিক্রি করেন ১৫০ টাকা। অনেক ব্যবসায়ী দোকান ফেলেই চলে যায়।

জানা যায়, গত কয়েক দিন থেকে উপজেলার পৌর শহরের ভেতরের বাজার, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর ও হেতিমগঞ্জ সহ প্রতিটি বাজারে নিত্যপণের দাম আকাশচুম্বী।

আলু প্রতি কেজি ৬০ টাকা, দেড়শ ৭০ টাকা, মূলা ৭০-৭৫ টাকা, বরবটি ৯০ িটাকা, বেগুন ৭০-৮০ টাকা, সিসিঙ্গা ৭০-৭৫ টাকা, জিঙ্গা ৮০ টাকাসহ প্রতিটি নিত্যপণ্য বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।

এতে সাধারণ মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে শনিবার বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার পৌর শহরের ভেতরের বাজারে অভিযানের খবরে দ্রুত ছড়িয়ে পড়লে নিত্যপণ্যের দাম কমে যায়।

বিশেষ করে কাঁচামরিচের কেজি একলাফে ৭০ টাকা কমে আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর খালেদ আহমদ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান ও দুলাল আহমদসহ থানা পুলিশ।

এসময় মূল্য তালিকা না থাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫শ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল মাহমুদ ফুয়াদ বলেন, এখন থেকে প্রতিদিন উপজেলার বাজারগুলো মনিটরিং করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে