এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর ঘোষণা করা গণভবন পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।
গণভবন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সঙ্গে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও আছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে...’। ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি.দ্র: বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’
ছবিটির এই ক্যাপশন ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ‘মাস্টার মাইন্ড' হিসেবে পরিচিত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেওয়া বলে কমেন্ট বক্সে জানিয়েছেন আসিফ।
৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এদিন আন্দোলনকারীরা ভবনে প্রবেশ করে দখলে নেয় আন্দোলনকারীরা।
এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি সম্পন্ন করবে বলে জানানো হয়েছিল।