এমটিনিউজ২৪ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যে মন্তব্য করেছেন, এটা আমাদের অনেককে বিব্রত করে। কারণ আমরা এখানে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমরা মনে করি, তাদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক-সাংস্কৃতিক অধিকার স্বীকৃত। ফলে তাদের হয়রানি করা হচ্ছে এমন ধরনের যে অভিযোগ আমরা শুনি, আমরা এ কথাগুলোর সঙ্গে একমত নই।
তিনি বলেন, ‘হয়তো মি. ট্রাম্প ভোট পেতে...রাজনীতির ময়দানে ভোট পেতে অনেকে অনেক কথা বলে। তবে আমরা বিশ্বাস করি ও আমরা অঙ্গীকারবদ্ধ যে, এ দেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা নিরাপদে আছেন।’
রোববার (৩ নভেম্বর) সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
ধর্ম উপদেষ্টা বলেন, তাদের ধর্ম, ব্যবসা, রাজনৈতিক অধিকার আমরা নিশ্চিত করেছি। এটা আমাদের অঙ্গীকার। কেউ যদি কারো কোনো উপাসনালয় অপবিত্র করতে চায়, আমরা তাদের মনে করি, তারা কোনো ধর্মের লোক নয়, তারা অপরাধী। অপরাধীকে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের।