এমটিনিউজ২৪ ডেস্ক : এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জন। এই সময়ে মারা গেছেন আরও চারজন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫, ঢাকা উত্তর সিটিতে ২৭৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১৫৪, ময়মনসিংহ বিভাগে ৩১ জন। এছাড়াও রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৪৫ জন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।