রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫:০৭

নিম্নমানের খাবার, তাই ম্যানেজারকেই খাওয়ালেন হলের শিক্ষার্থীরা

নিম্নমানের খাবার, তাই ম্যানেজারকেই খাওয়ালেন হলের শিক্ষার্থীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে নিম্নমানের খাবার পরিবেশন করায় ম্যানেজারকেই সেই খাবার খেতে বাধ্য করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিংয়ের খাবারে শামুক, শাকের ভিতরে শাক বাদে শুধু পানি পাওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় ওই খাবার ম্যানেজারকে খেতে বাধ্য করেন তারা। পরে কিছু সময়ের জন্য ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেওয়া হয়।

শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ সজল জানান, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারির আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলছে।

এ বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার মান্নানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ও তার কর্মচারীদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ বিষয়ের সুরাহা হয়। হলের খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা আলোচনা সভা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে