এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে গত মাসেই (অক্টোবর) সৃষ্টি হয় ঘূর্ণিঝড় ‘দানা’। ২৫ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর ওড়িশা উপকূলে আঘাত করে। সরাসরি আঘাত না করলেও এর প্রভাব ছিল বাংলাদেশের উপকূলেও। ঝোড়ো বাতাস ও বৃষ্টি হয় দেশের বিভিন্ন অঞ্চলে।
চলতি নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার ক্ষীণ আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কার্তিকের মধ্যভাগ পার হয়ে এসে দেশের কোনো কোনো অঞ্চলে শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশার দেখাও মিলছে। আবহাওয়া অফিস বলেছে, নভেম্বর মাসে সারা দেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর গতকাল রবিবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করেছে।