সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪, ০৮:৩০:১৮

সাজাপ্রাপ্ত দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

সাজাপ্রাপ্ত দুই আ. লীগ নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের কাছের উপজেলা রামুতে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজন মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

এরা হলেন- রামুর রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহম্মদ বাবুল ও ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম। 

রবিবার (৩ নভেম্বর) রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরীর নির্দেশে রামু উপজেলায় বিশেষ এই অভিযান চালানো হয়।

ধৃত ঈদগড়ের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলামকে ২০২৪ সালের ১২ মার্চ কক্সবাজার আদালত একটি বন মামলায় ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন। সাজা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

অন্যদিকে রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহম্মদ বাবুলকে চেক প্রতারণা মামলায় কক্সবাজার আদালত ১০ মাসের সাজা ও ২২ লাখ টাকা জরিমানা করেছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনিও।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে