সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:৩৩:২৭

৭ দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

৭ দিন ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাত দিন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে এই বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

সোমবার (৪ নভেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

এই কর্মকর্তা জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে অন্যতম হচ্ছে রানওয়ে লাইটিং সিস্টেম মেনটেইনেন্স কার্যক্রম। আগামী ৮ নভেম্বর (দিবাগত রাত) থেকে ১৪ নভেম্বর (দিবাগত রাত) অর্থাৎ এই ৭ দিন বাংলাদেশ সময় রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত (সাড়ে ৩ ঘণ্টা) এই কাজ চলবে। এ সময় রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে