মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৮:২৩

দলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্যে আতঙ্কিত মানুষ’

দলীয় চাঁদাবাজদের দৌরাত্ম্যে আতঙ্কিত মানুষ’

নিউজ ডেস্ক : ঈদ সামনে রেখে সরকারদলীয় নেতাকর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)।

মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, কোরবানির হাট নিয়েও চলছে চরম দলবাজি।  হাট নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলিতে সুনামগঞ্জে হতাহতের ঘটনাও ঘটছে, যা দেশের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।

দলীয় চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তিতে পশু ক্রয়-বিক্রয় করার সুযোগ করে দিতে  সরকারের প্রতি আহ্বান জানানিতিনি।
 
চরমোনাই পীর বলেন, ঘরমুখো যাত্রীরাও যেন অনর্থক বিড়ম্বনা এবং ভোগান্তির শিকার না হয়, যাত্রাপথে ছিনতাই, হাইজ্যাকের কবলে পড়ে সর্বস্ব না খোয়াতে হয় সেদিকে সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে