বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৬:১৯

তোপের মুখে সময় চেয়ে অফিস ছাড়লেন ইসকন নেতারা

তোপের মুখে সময় চেয়ে অফিস ছাড়লেন ইসকন নেতারা

এমটিনিউজ২৪ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)-এর কথিত তিন নেতা আলেম সমাজের তোপের মুখে পুলিশের সহায়তায় অফিসকক্ষ ত্যাগ করেন। 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারের যাদুয়ার চর রোডে বিনয় মালোর মালিকানাধীন সোনালী মার্কেটের চতুর্থ তলায় নিজ অফিস থেকে বেরিয়ে যান তারা।

কথিত তিন নেতা হলেন মাদারীপুরের জালালপুর গ্রামের কালাচান ভক্তর ছেলে কানাই বাবু ওরফে কৃষ্ণ ভক্ত (৩০), শরীয়তপুরের পালং থানার চর গুয়াতলার হিন্দুপাড়া এলাকার বুদ্ধ নাথ মণ্ডলের ছেলে নন্দন বাবু (৩৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা বাজারে এলাকার রামা মালোর ছেলে ননী গোপাল মালো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমাদ বলেন, ‘চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও মসজিদ ভাঙ্গার মতো ঘটনা ঘটিয়ে ইসকনের সদস্যরা।

ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাই এদের প্রতিহত করতে হবে। নিষিদ্ধ করতে হবে। আজকে আমরা এখানে এসেছি সুষ্ঠু একটি সমাধান করার জন্য।

এখানে পুলিশ সদস্যরা এসেছেন তারা ৩০ মিনিট সময় চেয়েছেন আমাদের কাছে। আমরা সময় দিয়েছি। আশা করি, এই সময়ের মধ্যেই ইসকন সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, শরীয়তপুর থেকে তিনজন ইসকনের ভক্ত এখানে এসেছিলেন। আলেমদের তোপের মুখে তারা চলে গেছেন। এ বিষয়ে কাউকে আটক করা হয়নি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে