বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২১:১৩

হঠাৎ শর্ট নোটিশে ত্রিপুরা ও কলকাতা থেকে ফিরিয়ে আনা হলো দুই হাই কমিশনারকে

হঠাৎ শর্ট নোটিশে ত্রিপুরা ও কলকাতা থেকে ফিরিয়ে আনা হলো দুই হাই কমিশনারকে

এমটিনিউজ২৪ ডেস্ক: এবার ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকদার মোঃ আশরাফুল রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে দুজনকেই শর্ট নোটিশে ঢাকায় যোগদানের নির্দেশ দেয়া হয়। 

ভারতের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেয়া হয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যেই তারা ঢাকায় যোগদান করেছেন। এতে বাংলাদেশের প্রতিনিধি শূন্য হয়ে পড়েছে কলকাতা ডেপুটি হাইকমিশন। তবে ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

এগিকে গত ২৮ নভেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় একদল উগ্র ভারতীয়। হামলায় হাই কমিশনে পতাকা টাঙানোর পুল ভাঙচুর করা হয় এবং আগুন দেয়া হয় জাতীয় পতাকায়। এরপরই অন্তর্বর্তী সরকার ওই হাই কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে