শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ১১:০৭:৪৩

এবার বিআরটিসির এসি বাস যাবে গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত

এবার বিআরটিসির এসি বাস যাবে গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত

এমটিনিউজ২৪ ডেস্ক: রাজধানীর গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাত্রা এখন আরও স্বাচ্ছন্দ্যের হবে। এই রুটে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস চলাচল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১ ডিসেম্বর থেকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে পরীক্ষামূলকভাবে বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ওই রুটটি সম্প্রসারিত আকারে শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে ঢাকার গুলিস্তান থেকে চালানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুলিস্তান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত যাতায়াত করবে। এই পথে বাসগুলো— গুলিস্থান, শাহবাগ, ফার্মগেট, এয়ারপোর্ট, কলেজ গেট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর) থামবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে