বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৭:২০

বিএনপির দুপক্ষের গোলাগুলি

বিএনপির দুপক্ষের গোলাগুলি

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। এ সময় টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। আহত অন্যরা হলেন: একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ(১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে সূত্রে জানা গেছে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘পাঁচদোনার বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও  মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে লাল মিয়া মেম্বার পক্ষের একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে