এমটিনিউজ২৪ ডেস্ক : মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে হারানো মোবাইল ফিরে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফোনটি কখন, কোথা থেকে মিলেছে, তা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
প্রসঙ্গত, মহান বিজয় দিবসে সোমবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে মোবাইল ফোন হারান বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
বিষয়টি নিশ্চিত করে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বঙ্গভবনে অনুষ্ঠানে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেখানে তিনি তার মোবাইলফোন হারিয়ে ফেলেন। মির্জা আব্বাস যে চেয়ারে বসে ছিলেন তার পাশের চেয়ারে মোবাইল ফোন রাখা ছিল।