এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরাতে একটি রেস্তোরাঁতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা ৩৮ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার ফাইটার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।