বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৪১:৫৫

আইপিএল থেকে এলো মুস্তাফিজের জন্য অবাক হওয়ার মতো খবর!

আইপিএল থেকে এলো মুস্তাফিজের জন্য অবাক হওয়ার মতো খবর!

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। সেই লক্ষ্যে এরই মধ্যে ৩৩৩ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আয়োজকরা।

এ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। গুঞ্জন রয়েছে, তাসকিন আহমেদকে দলে টানতে বিশেষ নজর রাখছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এরই মধ্যে তাকে নিয়ে নিজেদের মধ্যে কয়েক দফা আলোচনা করেছে দুইবারের চ্যাম্পিয়নরা।

এবার জানা গেল অবাক হওয়ার মতো খবর, টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে ছয় দলের টানাটানি শুরু হয়েছে। এ নিয়ে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট টাইমস জানাচ্ছে, অন্তত ছয়টি দলের আগ্রহের কেন্দ্রে আছেন বাংলাদেশি পেসার।

মুস্তাফিজকে নিয়ে অবশ্য আগ্রহের কারণও বিশ্লেষণ করেছে ক্রিকেট টাইমস। তাদের ধারণা, অফ-কাটার ও স্লোয়ারের উপর বিশেষ দক্ষতা মুস্তাফিজকে টি-২০ সংস্করণে ভয়ংকর বোলারে পরিণত করেছে।

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দক্ষতার ছাপ রেখেছেন ‘দ্য ফিজ’। উইকেটে সুইং থাকুক কিংবা ফ্ল্যাট হোক- সব উইকেটেই টি-২০তে নিজেকে প্রমাণ করেছেন এ বাংলাদেশি পেসার।

প্রসঙ্গত, ডেথ ওভারে ভরসার নাম হয়ে ওঠা মুস্তাফিজ এর আগে আইপিএলে ৬ মৌসুমে তিনটি ভিন্ন দলের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন। ব্যাটসম্যানদের টুর্নামেন্টে ওভারপ্রতি ৭.৯৩ রান খরচ করে ৪৭ উইকেট শিকার করেছেন।

এদিকে নিলামে যে ছয়টি দল মুস্তাফিজকে দলে নিতে চায়, সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নামও প্রকাশ করেছে ক্রিকেট টাইমস। সবার ওপরে তারা রেখেছে দিল্লি ক্যাপিটালসকে। পুরোনো দল সানরাইজার্স হায়দরাবাদের নজরেও আছেন মুস্তাফিজ।

আইপিএলে প্রথম শিরোপার খোঁজে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আগ্রহের তালিকাতেও আছেন বাংলাদেশি পেসার। ম্যাচের যে কোনো পর্যায়ে বোলিং করতে পারেন মুস্তাফিজ। সে কারণেই হার্শাল প্যাটেল, ডেভিড উইলিদের পাশে ফিজকে চাচ্ছে কোহলির দল।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সে বর্তমানে কোনো বিদেশি পেসার নেই। সে কারণে ফ্র্যাঞ্চাইজিটির বিশেষ নজর আছে বাংলাদেশি পেসারকে ঘিরে।

বর্তমানে রাজস্থানের বোলিং ইউনিট শক্তিশালী হলেও ট্রেন্ট বোল্ট ছাড়া বিদেশি কোনো অপশন নেই তাদের। এই সমস্যার সমাধানে মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে দলটি। এছাড়া স্লগ ওভারে প্রতিপক্ষের মনোবল গুঁড়িয়ে দিতে মুস্তাফিজকে দলে টানার প্রস্তুতি নিচ্ছে লখনৌ সুপার জায়ান্টস।

এবারের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তবে যেভাবে দলগুলোর আগ্রহের তালিকায় আছেন, সেটা নিলামের সময়ও বজায় থাকলে এবার আর ভিত্তিমূল্যে বিক্রি হতে হবে না মুস্তাফিজকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে