শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৯:২৮

২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রতিবারের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সেই হিসেবে ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়।

বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘উত্তপ্ত বিতর্কে’ বেছে নেয়া হয় সেরাদের। যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া।

সেরা দেশের তালিকা প্রকাশ করেছে গণমাধ্যমটি। সেখানে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী সেই হিসাবে নয়; আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি-না, সেই বিচারেসেরা দেশ বেছে নেয়া হয়।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। 

দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠান। এছাড়া নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয় বলে ওই প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে; যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। 

সম্প্রতি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। বাশার আল-আসাদকে হঠানো সিরিয়া এ বছরের রানারআপ নির্বাচিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে