এমটিনিউজ২৪ ডেস্ক : ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে দেশীয় নতুন আলু উঠতে শুরু করায় বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
রবিবার সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশীয় রোমানা ও ক্যারেজ জাতের আলু রয়েছে। তবে দুয়েকটি দোকানে পুরানো গুটি ও কাটিনালও পাওয়া যাচ্ছে।
তবে দাম একই রকম হওয়ায় ক্রেতারা নতুন আলু কিনছেন। নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। এ ছাড়া পুরানো গুটি ও কাটিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এসব জাতের আলু আগে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি বাজারে আলু কিনতে আসা আব্দুর রাজ্জাক বলেন, বিগত কয়েক বছরের তুলনায় আলুর দাম সবচেয়ে বেশি ছিল এই বছরে। এক কেজি আলু কিনতে হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। এর চেয়ে ভারতীয় আলু কিছুটা কম ছিল। আলুর দাম যেন ২০ টাকার মধ্যে থাকে।
হিলি বাজারের আলু বিক্রেতা মশিউর রহমান বলেন, ১ ডিসেম্বর থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে বাজারে নতুন আলু এসেছে। এতে বাজারে আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া পুরোনো আলু ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পুরান ও নতুন আলু একই রকম দাম হওয়ায় ক্রেতারা পুরানো আলু না কিনে নতুন আলু কিনছেন। আগামী কিছু দিনে আলুর সরবরাহ বাড়বে সেই সঙ্গে দাম আরও কমে আসবে।