বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২১:৩২

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যা জানালেন আবহাওয়াবিদ বজলুর রশিদ

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যা জানালেন আবহাওয়াবিদ বজলুর রশিদ

এমটিনিউজ২৪ ডেস্ক : নতুন বছরের শুরুতেই দেশজুড়ে আসতে চলেছে শৈত্যপ্রবাহ। এছাড়া জানুয়ারির বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৫ ডিসেম্বর) সংস্থাটির সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু–একটি জায়গা বাদে শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে। আগামী মাসের শুরুটা দেশজুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। আগামী মাসের বেশির ভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকিটা সময় দেশজুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু–একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে