বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬:২৪

৯.৩ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা

৯.৩ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমান্বয়ে নামছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যায় শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশা ও তীব্র ঠাণ্ডা থাকায় কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। 

আজ মঙ্গলবার এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। জেলার তেঁতুলিয়ায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাসে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে।

আজ বুধবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরো কমবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে