বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭:১৩

উত্তরবঙ্গের জন্য যে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উত্তরবঙ্গের জন্য যে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় স্থানীয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে ফ্যা...সি...বা...দের পতন পরাশক্তি দেশগুলো গ্রহণ করেনি। তারাই বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, দেশের সার্বভৌমত্বকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে। ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাইলট স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণে এসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব বলেন, আগামীর বাংলাদেশে এলাকাভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গ আর কখনো বঞ্চিত হবে না। আমি আগামী বছরই উত্তরবঙ্গে স্টেডিয়াম নির্মাণ করে সেখানে বিপিএল আয়োজন করার জন্য কাজ করব। উত্তরবঙ্গের জেলা উপজেলার স্টেডিয়ামগুলো সংস্কার করা হবে। ফ্যা..সি..বা..দী সরকার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমরা সকল প্রতিষ্ঠানকে সংস্কার করতে চাই।

উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর সময় ফুরিয়ে এসেছে। কমিশনের প্রস্তাবনা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জনগণের মতামতের ভিত্তিতে বৃহৎ সংস্কারের দিকে এগিয়ে যাবে সরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের. আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল মাজলুবিন রহমান, স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক বজলার রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিরা পঞ্চগড় জেলায় জুলাই আন্দোলনে নিহত পাঁচজনের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক এবং দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় পাঁচজন নিহতের পরিবারের আটজন সদস্যকে দশ লাখ টাকার চেক বিতরণ ও আটোয়ারী উপজেলার দুই হাজারের বেশি দরিদ্র শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে