বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০০:৪১

পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলের মৃত্যু

পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : পল্লীকবি জসীমউদ্দীনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে জামাল আনোয়ারের মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে নেওয়া হবে। সেখানে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক নিবাস-সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

সূত্র আরও জানায়, গত ২৩ ডিসেম্বর নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান জামাল আনোয়ার। পরবর্তীতে তাকে ফরিদপুর ডায়াবেটিস মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বছরের বিভিন্ন সময় জার্মান, ঢাকা ও ফরিদপুরে বসবাস করতেন।

জামাল আনোয়ার দুই বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী জার্মান প্রবাসী। তিনি ২০২১ সালে জার্মানিতে মারা যান। প্রথম ঘরে এক ছেলে রয়েছে। নাম আনদ্রে আনোয়ার। তিনি জার্মানি প্রবাসী, তবে বর্তমানে বাংলাদেশে আছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ার বাংলাদেশি। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশি আনোয়ার জসীমউদ্দীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে