রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১:৫২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে জানালেন উপদেষ্টা মাহফুজ

বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে জানালেন উপদেষ্টা মাহফুজ

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সব রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারী কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে।  

রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন : অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’- শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন উপদেষ্টা।

মাহফুজ আলম বলেন, কোনো দলের নয় বাংলাদেশের মুখপাত্র হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, কোনো দলকে প্রতিনিধিত্ব করবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় ছিলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে