বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:৫০:০৫

এবার যে সুখবর তারেক রহমানের জন্য

এবার যে সুখবর তারেক রহমানের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলে ২০১৪ সালে দায়েরকৃত একটি মানহানীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, “মামলার বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।”

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার মৃত মাজেদ বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে দাবি করে ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানহানির মামলা করেন তিনি। 

মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি পুনর্বিচারের আদেশ দেন। পরে মঙ্গলবার নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান মামলাটি খারিজ করে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে