এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরার আজমপুর রেলগেটের পাশে আলিম মার্কেটের একটি কাঠের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
রাজধানীর উত্তরার আজমপুরে একটি কাঠের গোডাউনে আগুন লেগেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে (৪ জানুয়ারি) আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের উত্তরার সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, কাঠের গোডাউন হওয়ায় বেশ বড় আগুন লেগেছে। তবে আমরা দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।
প্রাথমিকভাবে তিনি আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি।