বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২৫, ১০:০০:৫৯

অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : বাউনিয়া এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত ২ হাজার ২০০টি পরিবারের মাঝে বিতরণ করা হল শীতবস্ত্র।

ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে (১ জানুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় তিনি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উক্ত ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী; প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক; চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী; সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী; সামরিক কর্মকর্তাগণ; অন্যান্য পদবির সেনাসদস্যগণ; বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে