সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫, ০৬:২৭:১৯

এইমাত্র পাওয়া: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

এইমাত্র পাওয়া: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

এমটিনিউজ২৪ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে এয়ার আ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার এই যাত্রাকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (৬ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যেন বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ এই সতর্কতাবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও।

বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টার দিকে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের আসার কারণে যাতে নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, এজন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি।”

তিনি বলেন, “আমাদের এখানে নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। এছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যাতে কোনো প্রকার নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।”

বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অধিনায়ক শিহাব কায়সার খান বাংলা ট্রিবিউনকে বলেন, “মঙ্গলবার সকাল থেকেই আমাদের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। পুরো বিমানবন্দর এলাকা আমাদের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে দেবে। অতিরিক্ত সদস্যদের পাশাপাশি কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সন্দেহজনক হলেই তল্লাশি চালানো হবে।”

প্রসঙ্গত, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স  ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে