মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২৫, ১১:৪১:০১

ফের মৃদু শৈত্যপ্রবাহ, কমতে কমতে পঞ্চগড়ের তাপমাত্রা কত হলো জানেন?

ফের মৃদু শৈত্যপ্রবাহ, কমতে কমতে পঞ্চগড়ের তাপমাত্রা কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : ফের মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র শীতে জবুথবু অবস্থা এ জনপদের। লোকজন খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে উত্তরের হিমেল বাতাসের তীব্র শীত অনুভূত হওয়ায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না দিনমজুররা। এ ছাড়া শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। 

তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় তীব্র শীত  অনুভুত হচ্ছে তেঁতুলিয়ায়। আজ সকাল ছয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। যা গতকাল সকাল ৯ টায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে