মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২৫, ০৪:০৯:৪৭

জানেন কী কী সুবিধা আছে খালেদা জিয়াকে বহনকারী এই এয়ার অ্যাম্বুল্যান্সের?

জানেন কী কী সুবিধা আছে খালেদা জিয়াকে বহনকারী এই এয়ার অ্যাম্বুল্যান্সের?

এমটিনিউজ২৪ ডেস্ক : মুমূর্ষু রোগী দ্রুত স্থানান্তর ও জরুরি কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এয়ার অ্যাম্বুল্যান্স। এটি বাণিজ্যিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা। খরচ কিছুটা বেশি হলেও আপৎকালে তাৎক্ষণিক পরিষেবা মেলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে।  এ উপলক্ষে শাহজালাল বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ এই সতর্কাবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এয়ার অ্যাম্বুল্যান্সে যেসব সুবিধা

আধুনিক চিকিৎসা সরঞ্জাম : এই উড়োজাহাজগুলোতে সব ধরনের জরুরি চিকিত্সা পরিস্থিতি মোকাবেলায় সর্বশেষ প্রযুক্তির চিকিত্সা সরঞ্জাম রয়েছে।

এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ।

আইসিইউ সুবিধা : বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাঁকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে এতে।

ডাক্তার ও নার্স : এই বিশেষ বিমানে সব সময় অত্যন্ত দক্ষ ডাক্তার ও নার্স থাকেন, যাঁরা রোগীদের যথাযথ চিকিত্সা দিতে সক্ষম।

স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ : রোগীর আরামের জন্য এই উড়োজাহাজগুলো খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য আলাদা জায়গা থাকে।

স্বয়ংসম্পূর্ণ : বিশেষ এই এয়ার অ্যাম্বুল্যান্স স্বয়ংসম্পূর্ণ। অর্থাত্ দীর্ঘ দূরত্বের বিমানযাত্রার ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব।

এয়ার অ্যাম্বুল্যান্সের খরচ কত

এয়ার অ্যাম্বুল্যান্সের ভাড়া দেশভেদে পরিবর্তিত হয়। তবে সাধারণত এয়ার মেডিক্যাল ইভাকুয়েশন পরিষেবার সঙ্গে সম্পর্কিত খরচগুলো গণনা করা হয় : ১. এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব ২. রোগীর সঙ্গে আসা লোকের সংখ্যা ৩. জরুরি মাত্রা ৪. রোগীর স্বাস্থ্যের অবস্থা।

উল্লেখ্য, কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিত্সক, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও গৃহকর্মী থাকবেন। উড়োজাহাজটি একটানা প্রায় ১১ হাজার ২৬৫ কিলোমিটার উড়তে সক্ষম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে