বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:০২:০৭

অবশেষে গ্রেপ্তার ৭ খুনের আসামি ‘মা.দ.ক সম্রাট’ চুয়া সেলিম

অবশেষে গ্রেপ্তার ৭ খুনের আসামি ‘মা.দ.ক সম্রাট’ চুয়া সেলিম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মা.দ.ক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৯ জানয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৫ আগস্টের পর মা.দ.ক কারবারি চুয়া সেলিম ও বুনিয়া সোহেলের দ্বন্দ্বের জেরেই ক্যাম্পে ৭ জন খুন হন। এসব খুনের মামলার অন্যতম আসামি চুয়া সেলিম। কিছু দিন আগে তার প্রতিদ্বন্দ্বি বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে যাওয়ায় চুয়া সেলিমকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হবে বলে জানিয়ে র‌্যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে