রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১০:৫১:৪১

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ৪ আগস্ট ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান মোহাম্মদ মাহবুব আলম।

মোহাম্মদ মাহবুব আলম শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ার মোহাম্মদ মিরাজ আলীর ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র ছিলেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রবিবার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

গত বছরের ৪ আগস্ট ছেলে নিহতের ঘটনার বর্ণনা করতে যেয়ে মাহবুবের মাতা মোসাম্মৎ মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। 

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. খন্দকার মাহবুব আলম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে