এমটিনিউজ২৪ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের কুষ্টিয়ার আডাইশ' শয্যার জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর উপজেলার মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মকলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ৬ জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির। এরই প্রতিবাদে রোববার বিকেল তিনটার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আযোজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোটা এবং দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়।