এমটিনিউজ২৪ ডেস্ক : লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা আগামী শুক্রবারের মধ্যে শেষ হবে। এ সময়ের মধ্যেই চিকিৎসকরা খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করবেন বলে জানা গেছে।
সোমবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল লল্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিকে’র সামনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মেডিক্যাল সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে।
চিকিৎসকরা আগামী শুক্রবারের মধ্যেই তার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ডা. জাহিদ আরো হোসেন বলেন, চিকিৎসকরা এখন ম্যাডামের চিকিৎসায় অতি দ্রুত যে সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে তার টেক কেয়ার করছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে।
তিনি বলেন, অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে, এখানে আসার পর কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিভার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।
খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া কখনোই নিজের শারীরিক অসুস্থতার কথা মানুষের সামনে আনতে চাননি। তার ওপর অনেক অত্যাচার হয়েছে। কিন্তু সবসময় তিনি মানুষের কথা বলেছেন, নিজের কথা বলেননি। আজও উনি যখন জানতে পেরেছেন, তীব্র শীতের মধ্যে আপনারা (সাংবাদিক) বাইরে দাঁড়িয়ে আছেন, তখন অনিচ্ছা সত্ত্বেও বললেন, যাও। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ও সাংবাদিকসহ সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উপস্থিত ছিলেন।