বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩:২৪

বিশ্বে আজ তৃতীয় স্থানে রাজধানী ঢাকা, প্রথম ও দ্বিতীয় স্থানে কায়রো ও দিল্লি

বিশ্বে আজ তৃতীয় স্থানে রাজধানী ঢাকা, প্রথম ও দ্বিতীয় স্থানে কায়রো ও দিল্লি

এমটিনিউজ২৪ ডেস্ক : বায়ুদূষণে বিশ্বে আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৩। যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (১৫ জানুয়ারি) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

তাদের তথ্য মতে, বিশ্বের ১২৪ নগরীর মধ্যে আজ প্রথম ও দ্বিতীয় স্থানে আছে মিসরের কায়রো ও ভারতের দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে