মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪৩:৪২

তাপমাত্র কমে পঞ্চগড়ে কত হলো জানেন?

তাপমাত্র কমে পঞ্চগড়ে কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : গত দুই-তিন ধরে দেশের বিভিন্ন স্থানে কিছুটা গরম অনুভূত হলেও উত্তরাঞ্চলে এখনো কমেনি শীতের অনুভূতি। ঘন কুয়াশা ও তীব্র শীতে স্থবির জনজীবন। ঠাণ্ডার কারণে খেটে খাওয়া মানুষজন কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। ফলে উপার্জন কমেছে তাদের।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে