বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৯:৪৩

ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ

ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ছাত্রলীগ ও হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, ‘পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।’

হাসনাত বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।

একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।

নাসিরউদ্দিন বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে