এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের পাশ থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। এ সময় তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মাসুমকে থানায় নিয়ে যায়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলায় তিনি একাধিক মামলার আসামি।
ওসি মহিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা মাসুমকে পূর্বের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।