বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২:২৬

আসলে কতগুলো আয়নাঘর আছে সারা দেশে? যা বললেন প্রধান উপদেষ্টা

আসলে কতগুলো আয়নাঘর আছে সারা দেশে? যা বললেন প্রধান উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা বাংলাদেশজুড়ে আয়নাঘর আছে। যার সংখ্যাও নিরূপণ করা যায়নি। এ রকম ইন্টারোগেশন সেল, টর্চার সেল সারা বাংলাদেশজুড়ে আছে—সেগুলো আজকে শুনলাম।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‌্যাব-২ এর সিপিসি-৩ এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমার ধারণা ছিল এখানে আয়নাঘর বলতে যে কয়েকটা আছে তাই। কিন্তু এখন শুনলাম, আয়নাঘরের ভার্সন সারা দেশজুড়ে আছে।

কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০। সংখ্যাও নিরূপণ করা যায়নি। কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে—নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে এখানে হয়েছে যতই শুনি ততই অবিশ্বাস্য মনে হয়।

তিনি আরো বলেন, ‘যারা নিগৃহীত হয়েছে, যারা এটার শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম- এটা কীভাবে হয়েছে। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। এটা (আয়নাঘর) তার একটি নমুনা।

গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সে বৈঠকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জানানো হয়। গুম করে বন্দিদের যেখানে রাখা হত তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত। কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে