সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৯:৫৬

বড় সুখবর গরুর মাংসের দাম নিয়ে

বড় সুখবর গরুর মাংসের দাম নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : রমজানে গাড়িতে করে কম দামে গরুর মাংসও বিক্রি করবে সরকার । 

রমজানে গাড়িতে করে কম দামে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রির পাশাপাশি গরুর মাংসও বিক্রি করবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, এবার রোজায় গরুর মাংস প্রতি কোজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, এ বছর সুলভ মূল্যে ডিম, দুধ আর মুরগির মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মাছও সরবরাহের চেষ্টা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে