শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৮:১২

ব্রেকিং নিউজ: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রেকিং নিউজ: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটি জেলার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের অদূরে একটি কমিউনিটি সেন্টার থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

 বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানায আছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।

প্রকাশ চাকমা বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
 
এদিকে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ জনান, অপারেশন ডেভিল হান্টে রাঙ্গামাটি জেলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে